ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ এর লাইভ আপডেট

Monday, October 10, 2011

General Knowledge Club

            You wanna be educated about general knowledge, then stop here and start learning...


 About Bangladesh


০১. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?
উত্তর ১৩৬ তম।
০২. বাংলাদেশের জাতীয় উৎসব কোনটি?
উত্তর বাংলা নববর্ষ উৎসব।
০৩. বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন কে?
উত্তর মেজর জেমস রেনেল।
০৪. বায়তুল মোকাররম মসজিদকে জাতীয় মসজিদ ঘোষণা করা হয় কত সালে?
উত্তর ১৯৮২ সালে।
০৫. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?
উত্তর সুন্দরবন।
০৬. আয়তনের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি?
উত্তর রাজশাহী বিভাগ

















 About science
          
০১. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
উত্তর : ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস।
০২. পাকস্থলী থেকে ক্ষরিত জারক রস কোনটি?
উত্তর : পেপসিন ও হাইড্রোক্লোরিক এসিড।
০৩. মানুষের লালারসে বিদ্যমান এনজাইমটির নাম কি?
উত্তর : টায়ালিন।
০৪. দেহের সবচেয়ে দৃঢ়কলা কোনটি?
উত্তর : দাঁত।
০৫. চোখের পানির উৎস কোনটি?
উত্তর : ল্যাক্রিমাল গ্রন্থি।
০৬. রাসায়নিকভাবে হরমোন কি?
উত্তর : প্রোটিন বা কার্বোহাইড্রেট।
০৭. মানবদেহে শক্তির প্রধান উৎস কোনটি?
উত্তর : শ্বসন।
০৮. কোন সংক্রামক রোগ সাধারণত একবারের বেশি হয় না?
উত্তর : হাম ও বসন্ত।
০৯. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন?
উত্তর : ভিটামিন কে।
১০. তাপমাত্রার এসআই একক কোনটি?
উত্তর : কেলভিন।
১১. তড়িৎ প্রবাহের এসআই একক কোনটি?
উত্তর : অ্যাম্পিয়ার।
১২. শরীরে শক্তির প্রধান উৎস শ্বসন কোথায় ঘটে?
উত্তর : মাইটোকন্ড্রিয়ায়।
১৩. খাদ্য পরিপাক শুরু হয় কোথা থেকে?
উত্তর : মুখগহবর।
১৪. শরীরে রক্ত সঞ্চালন কতক্ষণ বন্ধ থাকলে মৃত্যু হয়?
উত্তর : ৫ মিনিট।
১৫. রক্তের রোগ প্রতিরোধক উপাদান কোনটি?
উত্তর : শ্বেতকণিকা।
১৬. দেহে ‘কেমিক্যাল অ্যাম্বাসেডর’ হিসেব কাজ করে কোনটি?
উত্তর : হরমোন।
১৭. কিডনির কার্যকরী একক কোনটি?
উত্তর : নেকরন।
১৮. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় কোনটির ভেতর দিয়ে?
উত্তর : ধমনী।
১৯. দেহকোষ রক্ত থেকে গ্রহণ করে কোনটি?
উত্তর : অক্সিজেন ও গ্লুকোজ।
২০. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে মিথেন উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়?
উত্তর : ফারমেন্টেশন।
২১. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে?
উত্তর : দর্পণ।















































About Islam


 
২২. আরব কোন শব্দ হতে উৎপত্তি হয়েছে?
উত্তর ঃ আরাবাত।
২৩. আরাবাত শব্দের অর্থ কী?
উত্তর ঃ বৃক্ষ লতাহীন মরুভূমি।
২৪. পবিত্র কুরআনে মক্কা শরিফকে কী বলা হয়েছে?
উত্তর ঃ উম্মুলকুরা বা আদি নগরী।
২৫. আরবাসীরা তাদের জন্মভূমির কী নাম রেখেছে?
উত্তর ঃ জাযিরাতুল আরব বা আরব দ্বীপ।
২৬. আরব দেশের সবচেয়ে দীর্ঘ পর্বতমালা কোনটি?
উত্তর ঃ জাবালুস সারাত।
২৭. আরবের মরুভূমিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর ঃ তিন ভাগে। আন নফুত, আদদাহনা এবং আল হাররা।
২৮. বর্তমান আরবের প্রধান খনিজ সম্পদ কি কি?
উত্তর ঃ তৈল, প্রেট্রোল ও স্বর্ণ।
২৯. আরব উপদ্বীপের ক্ষেত্রফল কত?
উত্তর ঃ বার লক্ষ বর্গমাইল।
৩০. সমগ্র আরব দেশের লোকসংখ্যা কত?
উত্তর ঃ প্রায় এক কোটি।
৩১. হযরত ইসমাইল (আঃ) মক্কার কোন সম্প্রদায়ে বিবাহ করেছিলেন?
উত্তর ঃ যুরহাম সম্প্রদায়ে।
৩২. উকাযের মেলা কোথায় বসত?
উত্তর ঃ মক্কার নিকটবর্তী স্থানে।
৩৩. আরবদের রাষ্ট্রীয় জীবনের মূল ভিত্তি কি ছিল?
উত্তর ঃ আদিম গোত্রীর শাসন।
৩৪. আরবদের গোত্র যুদ্ধের মূলনীতি কি ছিল?
উত্তর ঃ খুন কা বদলা খুন।
৩৫. বনু বকর ও বনু তাগলিব গোত্রদ্বয়ে যুদ্ধ কত বছর ধরে চলছিল?
উত্তর ঃ ৪০ বছর।
৩৬. ইয়াগুস নাসার কি?
উত্তর ঃ মূর্তি।
৩৭. মদিনার আউস ও খাযরায গোত্রের লোকেরা কোন প্রতিমার নামে বলি দিত?
উত্তর ঃ মানাত।
৩৮. অন্ধকার যুগে আরবরা ফিরিশতাগণকে আল্লাহর কি মনে করত?
উত্তর ঃ মেয়ে।
৩৯. অন্ধকার যুগে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত তাদেরকে কি বলা হত?
উত্তর ঃ হানিফ।
৪০. ওরাকা বিন নওফল কে ছিলেন?
উত্তর ঃ হযরত খাদিজার (রাঃ) চাচাত ভাই।
৪১. ইয়াহুদিগণ ওযায়ের নবীকে আল্লাহর কি মনে করত?
উত্তর ঃ পুত্র।
৪২. হযরত মুহাম্মদ (সাঃ) কোন নবীর বংশধর?
উত্তর ঃ হযরত ইসমাইল (আঃ) এর।
৪৩. কুরাইশ শব্দের অর্থ কি?
উত্তর ঃ একত্রকারী।
৪৪. দারুন নাদওয়া কী?
উত্তর ঃ কুরাইশদের মন্ত্রনা গৃহ।
৪৫. কুসাই কত সালে ইহধাম ত্যাগ করেন?
উত্তর ঃ ৪৮০ খৃষ্টাব্দে।
৪৬. কুসাইর কয়জন পুত্র সন্তান ছিল?
উত্তর ঃ ছয় জন।
৪৭. আমুল ফিল কত সালকে বলা হয়?
উত্তর ঃ ৫৭০ খ্রষ্টাব্দকে।
৪৮. আমিনার পিতার নাম কি?
উত্তর ঃ ওহাব বিন আবদ মানাফ।
৪৯. হযরত মুহাম্মদ (সাঃ) হালিমার গৃহে কত বছর লালিত-পালিত হয়েছিলেন?
উত্তর ঃ ছয় বছর।
৫০. হযরত বিলাল (রাঃ) জাতিতে কি ছিলেন?
উত্তর ঃ কাফ্রী।
৫১. হযরত মুহাম্মদ (সাঃ) কখন দৈহিক পাঁচবার নামায পড়ার আদেশ প্রাপ্ত হয়েছিলো?
উত্তর ঃ মিরাজের সময়।
৫২. মদিনা শহর মক্কাার কত মাইল উত্তরে অবস্থিত?
উত্তর ঃ ২৬০ মাইল।
৫৩. সউর পর্বত মক্কার কোন দিকে অবস্থিত?
উত্তর ঃ দক্ষিণে।
৫৪. সউর পর্বতের গুহায় হিজরতের সময় মহানবী (সাঃ) কয়দিন অবস্থান গ্রহণ করেছিলেন?
উত্তর ঃ তিন দিন।
৫৫. কুরাইশদের সাথে কত বছরের জন্য হুদায়বিয়ার সন্ধি চুক্তি সম্পাদিত হয়েছিল?
উত্তর ঃ দশ বছরের জন্য।
৫৬. হুদাইবিয়ার সন্ধিকে কুরআন কি বলে অভিহিত করেছে?
উত্তর ঃ সুস্পষ্ট বিজয় বলে।
৫৭. খায়বার বিজয়ে সবচেয়ে বেশী শৌর্য-বীর্য কে প্রদর্শন করেছিলেন?
উত্তর ঃ হযরত আলী (রাঃ)।
৫৮. মদিনা থেকে তাবুক রণক্ষেত্র কত দুর?
উত্তর ঃ চারশত মাইল।




Edit HTML/JAVA

মোঃ মামুনুর রশিদ নাহিদ

Search google from here. Md-Nahid